Skip to content
Home » Blog » বালাইনাশক হিসেবে নিমের তেল এর ব্যবহার

বালাইনাশক হিসেবে নিমের তেল এর ব্যবহার

নিম তেল হলো গাছের জন্য একটি প্রাকৃতিক বালাইনাশক বা কীটনাশক । এটি বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় যেমন : জাব পোকা , স্কেল মাছি , সাদা পোকা থেকে গাছ কে মুক্ত রাখতে সাহায্য করে । তাছাড়া রাসায়নিক কীটনাশক ব্যবহার এর ফলে তা যেমন ক্ষতিকারক পোকামাকড়কে দমন করে তেমনি গাছের জন্য উপকারি পোকা যেমন : মৌমাছি , প্রজাপতির জন্য ও ক্ষতিকর । 

গাছে নিম তেল এর ব্যবহার , নিম তেল , প্রাকৃতিক কিটনাশক
নিম তেল

এদিক থেকে নিমের তেল বেশ কার্যকর এটি আপনার গাছের জন্য অনেকটাই নিরাপদ । গাছের জন্য উপকারি পোকামাকড় এর কোন প্রকার ক্ষতি করে থাকে না । ছাদ বাগানিদের জন্য রাসায়নিক কীটনাশক এর একটি উত্তম বিকল্প হতে পারে ।

বালাইনাশক হিসেবে নিমের তেল এর ব্যবহার 

বালাইনাশক বা কিটনাশক হিসেবে কিভাবে এই তেল ব্যবহার করবেন ? উত্তর টা বেশ সহজ

১. প্রথমে  এক লিটার পানিতে আধা চা চামচ বা তার থেকে কিছুটা কম সেম্পু মিশিয়ে একটুু ঝাকিয়ে নিন ।

২. তারপর এতে ১ চা চামচ  নিম তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নিন ।

৩. পুরো গাছে স্প্রে করার পূর্বে গাছের যেকোন একটি পাতাতে স্প্রে করে ২৪ ঘন্টা অপেক্ষা করুন । ২৪ ঘন্টা পরে ও যদি পাতাটি ঠিক থাকে তাহলে বুঝবেন আপনার মিশ্রন টি গাছে ব্যবহার এর জন্য উপযুক্ত । তবে ২৪ ঘন্টার মধ্যে পাতাটি যদি পচে যায় তাহলে আপনার মিশ্রন টি আরো পাতলা করে নিয়ে আবার একি উপায়ে অন্য কোন পাতার উপর পরিক্ষা করে দেখতে হবে । যদি সব ঠিকঠাক থাকে তবে সম্পূ্র্ন গাছে ব্যবহার করতে পারেন ।

যেভাবে নিমের তেল ব্যবহার করলে সবচেয়ে ভালো ফিডব্যাক পাবেন ।

নিমের তেল পানির সাথে মিশিয়ে স্প্রে করার পূর্বে গাছের সবগুলো পাতাকে পরিস্কার করে নিন । গাছর পাতায় জমে থাকা ধুলো ও ছত্রাক পরিষ্কার করে নিতে হবে । তার পর নিম তেল মিশ্রিত পানি গাছে স্প্রে করুন । সন্ধ্যার পূর্বে গাছে যেকোন কিটনাশক বা সার ব্যবহার করা উত্তম । 

আপনার যত প্রশ্ন

সব গাছে কি নিম তেল ব্যবহার করা যাবে ?

হ্যা , নিম তেল প্রাকৃতিক ও জৈব কিটনাশক যা সব ধরনের গাছের জন্যই ‍উত্তম ।

১ লিটার পানিতে কতটুকু নিম তেল ব্যবহার করবো ?

১ লিটার পানিতে ১ চা চামচ বা তার থেকে কিছুুটা কম ব্যবহার করতে হবে ।

কখন গাছে নিম তেল ব্যবহার করবো ?

গাছে এটি ব্যবহার এর উত্তম সময় হচ্ছে সন্ধ্যার সময় বা তার কিছুটা পূর্বে ।

নিম তের এর দাম কত ?

এর দাম পরিমাণ ও ব্যান্ড ভেদে ৫০ ৳ থেকে ৬০০৳ পযন্ত হতে পারে ।

Order now

আপনার গাছের জন্য এখন ই অর্ডার করুন ১০০% অরিজিনাল নিম তেল ।

Neem oil , নীম তেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *