বিড়াল একটি চঞ্চল প্রানী । এরা সবসময় ই খেলা ও দুষ্টমী করতে পছন্দ করে । তবে অনেক সময় শহুরে আবদ্ধ চার দেওয়ালে , বিড়াল এর মধ্যে একঘেয়ামীতা সৃষ্টি করতে পারে । যা বিড়াল এর শারিরীক ও মানসিক সমস্যার কারণ হতে পারে ।
তাই আপনার বিড়াল এর শারীরিক ও মানসিক সমস্যা সমাধানে তাকে খেলনা দিতে পারেন । বর্তমানে বাজারে প্রিমিয়াম কোয়ালিটির অনেক বিড়ালের খেলনা পাওয়া যায় ।
বিড়ালের জন্য খেলনার উপকারিতা
বিড়ালের মানসিক সুস্থতার জন্য খেলনা বেশ গুরুত্বপূর্ণ । বিশেষ করে Indoor cat দের জন্য খেলনাই একমাত্র ব্যায়াম করার মাধ্যম ।
- শারীরিক ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রনে সাহায্য করে ।
- বিড়ালের মস্তিষ্ক সক্রিয় রাখতে ও স্ট্রেচ কমাতে সাহায্য করে ।
- বার্ধক্যজনিত সমস্যার সমাধান করে ।
- পযাপ্ত খেলার সুযোগ না পেলে বিড়াল এর মধ্যে অস্তিরতা বা আক্রমনাত্তক আচরন দেখা দিতে পারে ।
বিড়ালের জন্য সেরা কয়েকটি খেলনা
চলুন কথা আর না বাড়িয়ে আপনার বিড়ার এর জন্য সেরা কিছু খেনার সাথে পরিচিত হই । যা আপনার বিড়াল কে রাখবে চঞ্চল আর সাস্থ্যবান ।
কিভাবে বিড়াল এর যত্ন করবেন ?
১. Wooden Stick Rat Toy for Cat

আপনার বিড়াল টির জন্য খেলনাটির উপকারিতা :
- বিড়ালের স্থুুলতা রোধে সাহায্য করে ।
- বিড়াল এর শিকারের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে ।
- যেহেতু খেলনাটি কাঠের তৈরি এর দ্বারা বিড়াল এর আঘাত পাবার সম্ভাবনা একেবারেই কম ।
২. Cat Scratch Pad

আপনার শখের পোষা বিড়াল টির জন্য কেন এই Cat Scratch Pad টি কিনবেন :
- স্ক্রেচিং এর মাধ্যমে বিড়াল তার নখ স্বাভাবিক ভাবে ঘসে পরিষ্কার ও ছোট রাখে ।
- এই প্যাডে ক্যাটনিপ বা বেল-বল থাকলে তা বিড়ালকে আকর্ষণ করে এবং তাদের খেলাধুলার মাধ্যমে শক্তি খরচ করতে সাহায্য করে।
- এটি বিড়ালের স্ট্রচ কমাতে সাহায্য করে ।
৩.Assortments Tunnel Interactive Cat Teaser

বিড়াল এর শিকারি প্রবৃত্তি বৃদ্ধির জন্য এই ধরনের খেলনা বেশ উপকারি । এটি আপনার বিড়াল এর শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করবে ।