লক্ষ্মীপুর জেলার অন্তগত রায়পুর উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত রায়পুর সরকারি মাচ্চেন্টস একাডেমী। বিদ্যালয় টি ১৯৫৩ সালে অত্র এলাকার ব্যবসায়ীদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় । যা ২০১৯ সালে জাতীয়করণ করা হয় । বর্তমানে 20+ জন শিক্ষক ও কর্মচারী দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে ।

বর্তমান প্রধান শিক্ষক | জনাব মোস্তফা ফারুকি |
প্রতিষ্ঠা সাল | ১৯৫৩ |
সরকারিকরণ | ২০১৯ |
অবস্থান | রায়পুর,লক্ষ্মীপুর |
ভবন | দ্বী-তল বিশিষ্ট দুইটি ভবন |
শিক্ষার্থী সংখ্যা | ৮০০ – ১২০০ ( আনুমানিক ) |
শিক্ষক সংখ্যা | ২৫ + |
ইমেইল | [email protected] |
প্রতিষ্ঠা কালিন গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ
রায়পুর সরকারি মাচ্চেন্টস একাডেমী প্রতিষ্ঠাকালীন ব্যক্তি বর্গের মধ্যে উল্লেখযোগ্য কিছু ব্যাতি হলো: ১. জনাব সায়াদাত উল্লাহ মিয়াজী ২. নুরুল ইসলাম মুন্সি ৩. জনাব আজিজুল হক ৪. কালু মিয়া ৫. জনাব হাবু মিয়া ৬. জনাব এরশাদ দেওয়ান ৭.এমদাদ মিয়াজী ৮.কাজী ওহিদুল রহমান সহ আরো অনেকেই । উল্লেখ্য যে তৎকালীন সময়ে অত্র এলাকার ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই প্রতিষ্ঠান।
ইতিহাস
প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয় রায়পেুরের স্থানীয় ব্যবসায়ীদের হাত ধরে । স্কুল টি প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকায় ছিলেন জনাব ছায়াদাত উল্যাহ মিয়াজী ওরফে ছাদু মিয়াজী । প্রতিষ্ঠাকালীন অর্থ ব্যবসায়ীদের দান – অনুদান থেকে উঠে আসে । এমন কি তৎকালীন সময়ে প্রতি মণ ধান , চাল , পাট , সুপারী ইত্যাদি বিক্রয়ের উপর চার আনা করে বিদ্যালয়ের জন্য ধার্য করা হয়েছিলো । বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রথম দিকে হিন্দু জমিদার দুলাল বাবু বাজারে উত্তর দিকে জায়গা দিতে সম্মত হলে ও পরে তিনি তা থেকে সরে আসেন । পরবর্তীতে বর্তমান জায়গায় বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় । বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালনি প্রধান শিক্ষক হিসেবে জনাব ছায়াদাত উল্যাহ মিয়াজি ৪ মাস দায়িত্ব পালন করেন পরবর্তীতে জনাব সুুলতান আহমেদ দীর্ঘ দিন যাবৎ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন ।
প্রতিষ্ঠা কালীন বিশেষ কিছু ঘটনা
১. ১৯৫৭ সালের ১০ জুলাই জনাব ছাদু মিয়াজীর পিতা জনাব নরুল রহমান মিয়াজী ১৭৩.৫০ শতাংশ জমি দান করেন । ২০১৬ সালে জনাব ছাদু মিয়াজীর উত্তরসূরীর গন আরো ২৮ শতাংশ জমি দান করেন ।
২. বিদ্যালয় প্র্রতিষ্ঠাকালীন সময়ে অস্থায়ী ভাবে ক্লাস পরিচালানা করার জন্য একটি জায়গার প্রয়োজন পরলে জনাব নুরুল ইসলাম মুন্সী তাদের বিশাল পাঠের গোডাউন এ অস্থায়ী ভাবে ক্লাস পরিচালনার অনুমতি দেন । ক্লাস পরিচালনায় তার বাবা কোন বাধা না দিলেও তার অনুমতি না নিয়ে উক্ত কাজটি করায় তাকে বাসা থেকে বের করে দেন ।
বিদ্যালয়টির বর্তমান শিক্ষার মানগত অবস্থা
রায়পুর তথা পুরো লক্ষ্মীপুুরের মধ্যে রায়পুর সরকারি মাচ্চেন্টস একাডেমী তার বিগত বছরের ধারাবাহিকতা ধরে রেখেছে । বিগত প্রায় সকল পাবলিক পরিক্ষা গুলোতে শতভাগ পাশের পাশাপাশি সর্বোচ্ছ A+ এর রেকর্ড রয়েছে এই প্রতিষ্ঠান এর ।
বিগত বছর গুলোর SSC পরিক্ষার ফলাাফল
সাাল | পাশের হার | A+ |
২০২৫ | ১০০% | ৪৬ |
২০২৪ | ১০০% | ৪৭ |
২০২২ | ১০০% | ৫১ |